ওয়েটিং হাট প্রকল্পের জন্য স্কচ পুরষ্কার পেলো রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মহিলাদের জন্য তৈরী করা ওয়েটিং হাট গভর্নেন্স গোল্ড বিভাগে পেল স্কচ পুরষ্কার।

    কাল সোশ্যাল সাইটে একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। নতুন দিল্লী থেকে ২৯শে আগস্ট এই পুরষ্কার দেওয়া হয়।

    তিনি লেখেন, আমি খুব খুশী এই উন্নয়নের কথা আপনাদের জানাতে পেরে। বাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর গভর্নেন্স গোল্ড বিভাগে স্কচ পুরষ্কার পেয়েছে ওয়েটিং হাটের জন্য।

    এই প্রকল্পের সংশ্লিষ্ট দপ্তর ও অন্যান্য সকলকে তিনি এইজন্য শুভেচ্ছা জানিয়েছেন।

    তিনি আরও বলেন, উৎকর্ষ বাংলা প্রকল্প গত বছর স্কিল গোল্ড বিভাগে স্কচ পুরষ্কার পেয়েছে। বাংলা ২০১৮ সালে বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের জন্য সবথেকে বেশী পুরষ্কার পেয়েছে।

    বাস্তবে, তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার রেকর্ড সংখ্যক স্কচ পুরষ্কার জিতেছে।

    স্কচ পুরষ্কার আমাদের দেশে একটি বিশেষ বেসরকারি নাগরিক সম্মান।