|
---|
তরুণ মন্ডল, রায়দিঘী: করোনা পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। লকডাউনের প্রথম থেকেই আতঙ্কে রয়েছেন তারা। তার উপর ঘূর্ণিঝড় আম্ফান তছনছ করে দিয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ জণজীবণ, বেড়েছে সাপের উৎপাত, দোসর ডেঙ্গিও। সবদিক বিবেচনা করে এবার আসরে নামল ইউনিসেফ। ইউনিসেফ ও স্টেট ইন্টার এজেন্সির মাধ্যমে সুন্দরবনের বিভিন্ন জায়গায় বর্তমান সামাজিক পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষজন কিভাবে এই সমস্ত দূর্যোগ মোকাবিলা করবে তার জন্য করা হচ্ছে ঝটিকা সফর। ঝটিকা সফরের মাধ্যমে ইউনিসেফের পক্ষ থেকে স্টেট এজেন্সিগুলির মাধ্যমে এলাকার সাধারণ মানুষদের সচেতনতাতার কাজও চলছে জোরকদমে। ইউনিসেফের এই পোগ্রামের সূচণার জন্য বেছে নেওয়া হয়েছিল মথুরাপুর ২ নং ব্লক। এই ব্লকের ১১ টি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট ইন্টার এজেন্সির ভেটকীপুর ওয়েলফেয়ার আ্যসোসিয়েশানকে। এ নিয়ে ওই সংগঠনের সম্পাদক সৌমেন হালদার জানান আজ থেকে এই প্রচার শুরু হয়েছে। চলবে পরবর্তী ১৫ দিন পর্যন্ত। প্রচারের সময় বিভিন্ন জায়গায় তারা দূর্যোগ মোকাবিলার বিভিন্ন ডেমো তারা দেখাচ্ছেন। এবং সেই অনুযায়ী সাধারণ মানুষজনের চলতে অনুরোধ করছেন। বর্তমান এই ভয়াবহ পরিস্থিতিতে ইউনিসেফের এই উদ্যোগ কতটা কার্যকরী সেটাই এখন দেখার বিষয়।