বেতন না পেয়ে মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ দেখাল অস্থায়ী সাফাই কর্মীরা

নিজস্ব প্রতিবেদক:- প্রায় দু মাস ধরে বেতন না পেয়ে মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ দেখাল অস্থায়ী সাফাই কর্মীরা। শনিবার সকালে পৌরসভার চেয়ারম্যানের কাছে অবিলম্বে বকেয়া বেতন দাবি করেছেন তারা।মেদিনীপুর পৌরসভার প্রায় ১৫৩ জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। এরা প্রায় দুই মাসের বেশি বেতন বন্ধ রয়েছে বলে দাবি করেছেন। এই কর্মীদের দাবি,”বেশিরভাগ কর্মীরাই আজ পর্যন্ত তাদের চাকরিতে যোগদানের চিঠি পায়নি। সেইসঙ্গে বেতন বন্ধ। আমরা রোজ কাজ করে চলেছি। সংসার চালানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।”শনিবার সকাল থেকে সাফাইয়ের কাজ বন্ধ রেখে মেদিনীপুর পৌরসভার সামনে এসে বিক্ষোভ দেখান এই সাফাই কর্মীরা। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “আমরা পৌরসভা থেকে ওনাদের বেতন পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের পদ্ধতিগত কাজের জন্য বেতন দিতে একটু দেরি হয়েছে। আগামী সোমবারের মধ্যে সবাই বেতন পেয়ে যাবে। আমরা কর্মীদের বিষয়টি জানানোয় তারা পুনরায় কাজে যোগ দিয়েছেন।”