|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : আসামি ধরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন সিভিক ভলান্টিয়ারের। আহত গাড়ি চালক ও আরও ছয় ভলান্টিয়ার। এদের মধ্যে দু’জন মহিলা সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কালিয়াচকের জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত তিন সিভিক ভলান্টিয়ার হলেন ইব্রাহিম শেখ, পঙ্কজ মণ্ডল ও ওবাইদুর শেখ। এদের বাড়ি যথাক্রমে কালিয়াচকের সুলতানগঞ্জ, আলিপুর ও গুদুয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আসামি ধরে ফিরছিল পুলিশের চারটি গাড়ি। তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। জাতীয় সড়কের ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে । গাড়িতে সকলেই সিভিক ভলান্টিয়ার ছিলেন। আহত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা মালদার একটি বেসরকারি নার্সিংহোম চলছে। এদিকে দুর্ঘটনায় মৃত সিভিক ভলান্টিয়ারদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। মৃতদের জন্য আরও এক লাখ টাকা স্যালারি প্যাকেজের কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানান পুলিশ সুপার। ঘটনার খবর পেয়ে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন। এদিকে শুক্রবার বিকেলে তিন সিভিক এর মরদেহ নিয়ে আসা হয় কালিয়াচক থানায়। সেখানে পুলিশ কর্তারা ফুলের তোড়া দিয়ে সম্মান জানানোর পর এক মিনিট নীরবতা পালন করেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আনিশ সরকার, ডিএসপি প্রশান্ত দেবনাথ, কালিয়াচক থানার আইসি আশিস দাস, বিধায়ক সাবিনা ইয়াসমিন,পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান। শ্রদ্ধা জানানোর পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কালিয়াচকে।