|
---|
লকগেট ভেঙে বিপত্তি। তীব্র জল সংকটের আশঙ্কা দুর্গাপুরে
নতুন গতি নিউজ ডেস্ক : ফের দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙ্গে বিপত্তি। ব্যারেজের ৩১ নম্বর গেট ভেঙ্গে হু-হু করে বেরিয়ে যাচ্ছে জল। ফলে শিল্প শহর দুর্গাপুরে জল সংকটের আশঙ্কার পাশাপাশি বড়সড় দূর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।
প্রসঙ্গত, বিগত ২০১৭ সালের নভেম্বরে এই ব্যারেজের ১ নম্বর গেট ভেঙ্গে পড়ায় সেই সময় ‘জলশূণ্য’ হয়ে পড়ে। পরে তা মেরামতি করা হয়। শনিবার ভোরে ফের নতুন করে ৩১ নম্বর গেট ভেঙ্গে পড়ায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী কমল ওঁরাও বলেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ শৌচকর্ম করতে গিয়েছিলাম। তখন হঠাৎ প্রচণ্ড জোরে একটা শব্দ শুনতে পাই। পরে দেখি গেট ভেঙ্গে জল বেরিয়ে যাচ্ছে।
ঘটনার খবর পেয়ে ব্যারেজে পৌঁছে যান সেচ দপ্তরের আধিকারিকরা। উপস্থিত এক আধিকারিক বলেন, সেচ দপ্তর, ডিভিসি ও দুর্গাপুর নগর নিগমকে খবর দেওয়া হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা আসছেন। দ্রুত মেরামতির কাজ শুরু করা হবে ।