লোকাল ট্রেন চালু করতে পূর্ব রেলকে চিঠি রাজ্য সরকারের

লোকাল ট্রেন চালু করতে পূর্ব রেলকে চিঠি রাজ্য সরকারের

    নতুন গতি নিউজ ডেস্ক : শহর এবং শহরতলীর মধ্যে গন পরিবহন ব্যবস্থাকে আরো বেশি করে মসৃণ করতে শারীরিক দূরত্ব সহ সবধরনের সুরক্ষা বিধি মেনে লোকাল ট্রেন চালু করতে চেয়ে রাজ্য সরকার কাল পূর্ব রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। জনস্বার্থের কথা মাথায় রেখে আলোচনার ভিত্তিতে নিউ নর্মাল ব্যবস্থায় সকাল এবং বিকেলের দিকে বিভিন্ন সেকশানে কয়েক জোড়া ট্রেন চালানো যেতে পারে বলে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মাকে লেখা চিঠিতে রাজ্যের তরফে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্টাফ স্পেশাল ট্রেনে রেলওয়ে কর্মী, আধিকারিকরা ছাড়া কোন সরকারি কর্মী বা সাধারণ যাত্রীদের উঠতে না দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য বর্তমান পরিস্থিতিতে কীভাবে লোকাল ট্রেন চালানো যাবে তা নিয়ে আলোচনার জন্য রেলের তরফে এর আগে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল।