পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রিত সরকারি লজ থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রিত সরকারি লজ থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। স্বামীর পরিচয়ে তাঁর সঙ্গে আসা যুবক পলাতক। ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নদিয়ার নাকাশিপাড়া থানার যুগনিতলা এলাকায় জোর চাঞ্চল্য।

    বৃহস্পতিবার নদিয়ার নাকাশিপাড়া থানার যুগনিতলা এলাকায় পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রিত সরকারি লজে আসেন এক যুবক এবং যুবতী। স্বামী-স্ত্রী পরিচয়ে সঞ্জয় সরকার এবং পূর্ণিমা সরকার ঘরভাড়া নেন। শুক্রবার সকালে লজের কেয়ারটেকার ঘর পরিষ্কার করতে যান। দেখেন দরজা খোলা রয়েছে। ঘরের ভিতর ঢুকে তাজ্জব হয়ে যান তিনি। ঘরের ভিতর এক মহিলাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি শুরু করেন। কিন্তু তাঁর ডাকে ওই মহিলা সাড়াশব্দ দেননি।তাতেই সন্দেহ হয় ওই লজ কর্মচারীর। তৎক্ষণাৎ পঞ্চায়েত সমিতি-সহ স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ওই মহিলার সঙ্গে স্বামী পরিচয়ে আসা যুবক পলাতক। অভিযোগ, পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রিত নীলাচল লজে সিসিটিভির বন্দোবস্ত নেই। তাই পুলিশ আধিকারিকদের তদন্তে খানিকটা বেগ পেতে হবে বলেই মনে করছেন সকলেই।