ভারতের অ্যাডভেঞ্চার হিল স্টেশনের স্বীকৃতি পেল পাহাড়ি শহর কালিম্পং

নিজস্ব সংবাদদাতা :কালিংপং, দার্জিলিং এর পরেই পরিচিত হিল স্টেশন। এবার স্বীকৃতি পেল ভারতের অ্যাডভেঞ্চার হিল স্টেশন হিসাবে। কেন্দ্রীয় পর্যটক বিভাগ থেকে জানানো হয়েছে জনপ্রিয় রেলস্টেশন গুলির সাথে পাহাড়ি শহরকেও তুলে ধরা হবে । দার্জিলিং এর তুলনায় কালিম্পং পরিসরে কিছুটা ছোট হলেও অ্যাডভেঞ্চারে ভরা। গোটা কালিংপং জুড়ে রয়েছে অ্যাডভেঞ্চার মূলক ভ্রমণের অনুভূতি। প্রসঙ্গত রয়েছে তিস্তায় রাফটিং করার সুযোগ, এছাড়া প্যারা গ্লাডিং সহ আরো অনেক কিছু। সবথেকে উল্লেখযোগ্য কালিংপং এর সামনেই রয়েছে ডেলো, অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে ডেলো বিশেষ আকর্ষণীয়। সম্প্রতি জি-টোয়েন্টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গত শিলিগুড়ি ও কালিম্পং আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে ডুয়ার্স সহ কালিম্পং সম্পর্কে আলোচনা করা হয়।