রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যুদ্ধের ভয়াবহতা প্রতিদিন বাড়ছে

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ষষ্ঠ দিন অতিক্রান্ত হয়েছে। যুদ্ধের ভয়াবহতা প্রতিদিন বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে রাশিয়া জোরকদমে আক্রমণ শুরু করে দিয়েছে ইউক্রেনের উপর। ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা দিয়ে ইউক্রেনের উপর আঘাত হানছে রাশিয়া। এই ভ্যাকুয়াম বোমা আন্তর্জাতিক ক্ষেত্রে একেবারে নিষিদ্ধ, রাশিয়া কিন্তু যুদ্ধে এই বোমা ব্যবহার করছে।

    রাশিয়া-ইউক্রেন এর উত্তর-পূর্ব দিকে একটি সেনা ঘাঁটিতে লাগাতার বোমাবর্ষণ করছে মঙ্গলবার সকাল থেকে, প্রসঙ্গত জানা গিয়েছে এই লাগাতার বোমাবর্ষণ এর ফলে অন্ততপক্ষে ৭০ জন ইউক্রেনের সেনার মৃত্যু হয়েছে।