|
---|
নিজস্ব প্রতিবেদক:- শিলিগুড়িতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য।শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ডে অন্তর্গত টিকিয়া পাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নাম সোনি সাহানি, বয়স 30, পেশায় সে একজন গাড়ি চালক। প্রতিদিন ভোর বেলায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে শনিবার ভোর গড়িয়ে বেলা বাড়লেও কাজে যায়নি সে। এরপর যেখানে সে কাজ করতো সেখান থেকে লোক আসে তার খোঁজ নিতে। এরপর ওই যুবকের মা তার ঘরের ভিতর গিয়ে দেখতে পান হাতে চুড়ি, পরনে চুড়িদার, সিথিতে সিঁদুর ঝুলন্ত অবস্থায় রয়েছে সোনি, এই দৃশ্য দেখে যুবকের মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা, ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।
প্রসঙ্গত রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাপের বাড়ি গিয়েছে যুবকের স্ত্রী ও বাচ্চা, এরই মধ্যে এরকম ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার খবর থেকে পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই যুবকের মৃতদেহ , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।