বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় স্থান পেলেন দারুল হুদার উপাচার্য ড. বাহাউদ্দীন নদভী

আসিফ রনি, নতুন গতি : মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্হিত জর্জ টাউন ইউনিভার্সিটির সহযোগিতায় জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক সেন্টার দ্বারা প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় আবারও স্থান পেলেন দারুল হুদা ইসলমিক ইউনিভার্সিটির উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মাদ নদভী। ১১৭ স্থানের সঙ্গে ২০২৪-এর তালিকায় তিনিই একজন ভারতীয়।

     

    ২০১২ থেকে কয়েকবার এই অভিনব স্থান পেয়ে সম্মানিত হয়েছেন উস্তাদ বাহাউদ্দিন নদভী। গত বছর ২০২৩-এ ভারত থেকে দুজন মুসলমান তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন যথা উত্তরপ্রদেশের রাবি হাসান নদভী এবং কেরালার ড. বাহাউদ্দিন নদভী। ধার্মিক সেবা এবং সামাজিক প্রভাবের স্বীকৃতি এই সম্মান-তালিকা মুসলিম ৫০০-এর অফিসয়াল ওয়েবসাইটে উপলব্ধ।

     

    প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকাটিতে নামের পাশাপাশি দেশের উল্লেখ্য এবং ব্যাক্তিত্বের সংক্ষিপ্ত বিবরণও দেওয়া আছে।

    ড. বাহাউদ্দিন মুহাম্মদ নদভী বর্তমানে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির উপাচার্য হাওয়ার সাথে সাথে জাতি ও দেশের সেবায় সর্বদা নিয়োজিত। মুসলমানের কল্যাণ কর্মে দ্বীনি শিক্ষা ক্ষেত্রে তিনার অবদান অনস্বীকার্য। তাছাড়া,রাজ্যের মুসলিম সংগঠন সমস্তা কেরালা জামিয়াতুল উলামার বিশিষ্ট মুশাওয়ারা কমিটির এক বিশেষ সদস্য তিনি। মুসলিম সাহিত্যের সঙ্গেও তিনি গভীরভাবে যুক্ত। দারুল হুদার জনপ্রিয় মালয়ালম মাসিকা ‘তেলিচ্চাম’-এর প্রধান সম্পাদক। অনুরূপ, ইন্টারন্যাশনাল জার্নাল ফর ইসলামিক স্টাডিজেরও সম্পাদনায় তিনি আছেন।

    এসবের পাশাপাশি বিভিন্ন ভাষায় বিশেষ করে আরবী এবং মালয়ালমে বহু বইয়ের লেখক ড. নদভী। উদাহরণস্বরূপ, তাফসিরুল কারীম (মালয়ালম), মুখতারুল আদাব ওয়াল আখলাক তাঁর কিছু লেখনীর মধ্যে উল্লখযোগ্য।

     

    ড. নদভী বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় নামের মত আরও বিভিন্ন সম্মান পুরুস্কারে ভূষিত। যেমন মুসলিম ষ্টার অফ দ্যা ইয়ার (২০১২), আল্লামা শিবলী নোমানী পুরুস্কার (2015), ইত্যাদি।

    শিক্ষার নতুন এক আন্দোলন হিসেবে কেরালার মাটিতে আরম্ভ হয় দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি যা এখন সক্রিয়ভাবে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত দারুল হুদার ভিত্তিগত ইতিহাসের একজন প্রাণপুরুষ হলেন এই মনীষী। ধর্ম, জাতী ও দেশের সেবায় এই অযুগ্ন প্রাণ নিবেদিত – শিক্ষার আন্দোলন অব্যাহত।