অপেক্ষার অবসান,চাঁদ মামার বুকে সফল অবতরণ করলো চন্দ্রযান-৩  

নিজস্ব সংবাদদাতা : সফল ভাবে অবতরন করলো বিক্রম । ইতিহাসের পাতায় নাম গড়ল ভারত। চাঁদের মাটি ছুঁল ইসরো। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরু জয় ভারতের। চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্ব ইসরোর। ইসরো প্রধান এস সোমনাথ চন্দ্রযান-৩ এর সফল সফট ল্যান্ডিং প্রসঙ্গে জানিয়েছেন “এই মুহূর্তে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে চন্দ্রযান-৩।”

     

    উল্লেখ্য অবতরণ করবার শেষ মুহূর্তে বিক্রমের গতিবেগ ছিল সেকেন্ডে প্রতি ১.৬৮ কিলোমিটার। পরিকল্পনা অনুসারে ৬ টা ৪ মিনিটেই চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩ । সারা বিশ্বের প্রেক্ষাপটে ইতিহাস তৈরি করলো ভারত । ভারত হল প্রথম দেশ, চাঁদের দক্ষিণ মেরুতে ‘যান’ সফলভাবে সফট ল্যান্ডিং হল। পূর্বে কিন্তু কোনও দেশের যান সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়নি।

     

    বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ঠিক ২ ঘণ্টার ব্যবধানে নামবে রোভার প্রজ্ঞান। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করলো ভারত, বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করল। গত ১৪ জুলাই থেকে ভারতবাসীর সম্পূর্ণ নজর ছিল চন্দ্রযান-৩-এর দিকে।বিক্রমের অবতরণের অপেক্ষায় ছিল গোটা দেশবাসী। এদিন অবশেষে সেই অপেক্ষার অবসান হল। উচ্ছ্বসিত গোটা দেশবাসী।