পৃথিবীর সব থেকে ছোট শহর পায়ে হেঁটেই পরিক্রমণ করা যায়,

নিজস্ব সংবাদদাতা : পৃথিবীর সব থেকে ছোট শহর, পায়ে হেঁটেই গোটা শহর পরিক্রমা করা যায়। অবাক হলেও একেবারে সত্যি ঘটনা। এই শহরটি অবস্থিত ক্রোয়েশিয়ায়। ক্রোয়েশিয়ার রাজধানী থেকে কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শহর হাম। শহর এতটাই ছোট যে পায়ে হেঁটে পরিক্রমা করা যায়।

    ২০২১ আদামশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা ২৭ জন। শহর এতটাই ছোট যে এখানে মাত্র দুটি রাস্তা রয়েছে। ২০১১ সালে এখানকার জনসংখ্যা ছিল ২১ জন। কথিত রয়েছে কয়েকজন সৈনিক এখানে বসতি স্থাপন করতে এসেছিলেন কিন্তু পরিকাঠামের অভাবে তারা অন্যত্র চলে যান। এখানকার বাড়িগুলি একেবারে পুরনো আমলের। পরিকাঠামগত উন্নয়ন হয়নি বলে এখানে রাস্তার সংখ্যা মাত্র দুটি।