নয়নজলিতে এক গৃহবধূর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য 

বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা : স্থানীয় বাসিন্দারা দেখতে পান নয়নজলিতে একটি দেহ ভাসছে, এই খবর চাউর হতেই এলাকাবাসী জমায়েত হয়। খবর দেয়া হয় কুলতলী থানায়। দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের জালাবেরিয়া ২ নম্বর অঞ্চলের দক্ষিণ কেওড়াখালি গ্রামের এক গৃহবধূর নাম শিলা সাহানি। দেহটি উদ্ধার করে নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে। সেখানে ডাক্তার বাবু গৃহবধূর কে দেখেন । গৃহবধূ মারা গেছে ঘোষণা কয়ায় দেহটি নিজেদের হেফাজতে নেয় কুলতলী থানার পুলিশ। গত চার বছর আগে কুলতলির খোকন মাঝির সাথে ক্যানিংয়ের এক গৃহবধূর বন্ধুত্ব হয়। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কয়েক বছর যাবত তারা সোনারপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকত। ওখান থেকে কয়েক দিন আগে কুলতলীতে আসে। সেখানে খোকন মাঝির প্রথম পক্ষের স্ত্রী মারুফা মাঝি ও শিলা সাহানি ও তার এক কন্যা সন্তানকে নিয়ে সুখে কাটছিল তাদের দিন। স্থানীয় বাসিন্দারা জানান গতকাল এক অনুষ্ঠানে যাবার মুহূর্তে এমনই ঘটনা। গৃহবধূর নাম শিলা সাহানি, তার মায়ের উক্তি আমার মেয়েকে ওরা খুন করেছে। ওদের উপযুক্ত সাজা হউক এমনি দাবি জানায় তিনি।কুলতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার মা। আজ দেহটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হওয়ার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়‌।কুলতলী থানার পুলিশ। মারুফা মাঝি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে,এটি খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ।তদন্তের স্বার্থে অধিক তথ্য উন্মোচন করেনি কুলতলী প্রশাসন।