পুজোর আগেই তাদের চাকরিতে নিয়োগ করতে হবে,বিক্ষোভে WBCSSC চাকরি প্রার্থীরা!

নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালের WBCSSC পরীক্ষা দিয়ে যে সকল চাকরি প্রার্থীরা ওয়েটিং লিস্টে রয়েছেন তারা বুধবার বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে একটি স্মারকলিপি জমা দেন। এদিন প্রায় ৪০ জন চাকরি প্রার্থী এই অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এই স্মারকলিপি জমা দিয়ে দাবি তোলেন পুজোর আগেই তাদের চাকরিতে নিয়োগ করতে হবে।

    তারা জানিয়েছেন, দেখতে দেখতে ছয় বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তারা চাকরিতে নিযুক্ত হতে পারেননি। তাদের বয়স ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে। পরিবার পরিজনদের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের এবং এই দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতেই তাদের যেন অবিলম্বে চাকরিতে নিয়োগ করা হয়।

     

    এর পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরেই দাবি তুলছেন, তাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে নিয়ম না মেনে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। তাদের দাবি, কলকাতা হাইকোর্টের রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন নিয়ম না মেনেই অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। হাইকোর্টের রিপোর্টে তুলে ধরা হয়েছে ৩৮১ জন গ্রুপ সি পদে এবং ৬০৯ জন গ্রুপ ডি পদে অবৈধভাবে নিযুক্ত হয়েছেন। এমনকি সাদা খাতা জমা দিয়ে ২২২ জন চাকরি পেয়েছেন গ্রুপ সি-তে।

    এসবের পরিপ্রেক্ষিতে তাদের প্রশ্ন, তাদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সব হওয়া সত্ত্বেও কেন তারা আজও চাকরি থেকে বঞ্চিত? তারা জানিয়েছেন চাকরির জন্য তারা আন্দোলন করতে গেলেও বিভিন্ন সময় নানা ভাবে বাধা প্রাপ্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে যেন তাদের অবিলম্বে পুজোর আগে চাকরিতে নিয়োগ করা হয় সেই দাবি তুলেই বুধবার বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে একটি স্মারকলিপি জমা দেন।