১০ বছরের পর এই প্রথম জিটিএ নির্বাচন হচ্ছে

নিজস্ব সংবাদদাতা: দার্জিলিঙে সকাল থেকেই অবিরাম বৃষ্টি পড়ছে । গণতন্ত্রের অধিকার ভোট । ভোট দাতাদের মধ্যে উৎসাহ রয়েছে প্রবল । ১০ বছরের পর এই প্রথম জিটিএ নির্বাচন হচ্ছে ।

     

    এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । ভোট শান্তিপূর্ণভাবে চলছে । মোট ৪৫ টি আসনে ভোটগ্রহণ চলছে । বৃষ্টি এবং প্রচণ্ড কুয়াশা সত্ত্বেও মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন ।দশ বছর পরে হচ্ছে জিটিএ ভোট।এই নির্বাচনে এবারে পাহাড়ে নতুন ভোটার প্রায় তিরিশ শতাংশ।আর এই তিরিশ শতাংশ নতুন ভোটার এবারে বৃষ্টির ভৃকুটি উপেক্ষা করেই চলে আসছেন ভোট দিতে।আর এটাই সবচাইতে উজ্জল দিক পাহাড়ের মানুষের জন্য জানালেন বিধায়ক শান্তা ছেত্রী।তিনি জানালেন পাহাড়ের মানুষ উন্নয়ন চান পাহাড়ে তাই জিটিএ নির্বাচনে ভোটদান করছেন বৃষ্টি উপেক্ষা করেই।