|
---|
নিজস্ব প্রতিবেদক:- শিলিগুড়ি থেকেই এবার মিলবে বাংলাদেশের ভিসা। খুশির হাওয়া উত্তরবঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের দাবি এবার মিটতে চলেছে। খুলে যাচ্ছে বাংলাদেশের ভিসার আবেদন কেন্দ্র। বুধবার থেকেই চালু হয়ে যাচ্ছে শিলিগুড়ির সেবক রোডে তৈরি কেন্দ্রটি। এরপর আর কলকাতা গুয়াহাটি কিংবা ত্রিপুরা ছুটতে হবে না বাংলাদেশে (Bangladesh) যাওয়ার ভিসার (Visa) জন্য। বাংলাদেশ হাইকমিশনের (Bangladesh High Commission) অনুমোদিত একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশের সোনালী ব্যাঙ্কের সহযোগিতায় এই কেন্দ্রটি চালু করা হয়েছে।শিলিগুড়ি থেকেই মিলে যাবে বাংলাদেশের ভিসা।এমন সিদ্ধান্তে শুধু এখানকার বাসিন্দারা নন খুশি দুই দেশের পর্যটন ব্যবসায়ীরাও। খুব শীঘ্রই শুরু হতে চলেছে শিলিগুড়ি-ঢাকার মধ্যে ট্রেন চলাচল। পর্যটনে নতুন দিশা দেখা দেওয়ার প্রচুর সম্ভাবনা দেখা দিয়েছে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এক আধিকারিক এদিন জানান, এই রাজ্যে বাংলাদেশের ভিসা পাওয়া যেত শুধুমাত্র কলকাতায়। এখন থেকে শিলিগুড়ির স্থানীয়রাও এই পরিষেবা পাবেন। বিভিন্ন কারণে প্রতিবেশী দেশে যাতায়াত করেন সকলে। কিন্তু অত দূরে যাওয়া কিছুটা অসম্ভব হয়ে উঠেছিল সকলের পক্ষে। তাই সবার স্বার্থে এই উদ্যোগ কাজে দেবে বলেই জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে। প্রতিদিন প্রায় ১০০-রও বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে কলকাতা এসে বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন করেন। বছরে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় ১৫ লক্ষ। পর্যটন ব্যবসায়ীদের জন্যও এটি একটি ভালো সুযোগ। দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব বা ভাব বজায় রাখা হয়ে উঠবে আরও সহজ এবং মসৃণ। অনেকেই বাংলাদেশের বাড়িতে যাওয়ার আগে দুবার ভাবতেন, এখন সেই যাত্রা হয়ে উঠতে চলেছে সহজ।