পূর্ব মেদিনীপুরের নরঘাট সম্বন্ধে জানতে হলে পড়তে হবে নরঘাটের কথা নামক পুস্তক

নিজস্ব সংবাদদাতা , তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের অন্তগর্ত ক্যুইজ টীম ‘ নরঘাট কুইজ ফোরাম ‘ এর ব্যবস্থাপনায় নরঘাটকে ভালো করে জানতে ও চিনতে হলে পড়তেই হবে ‘ নরঘাটের কথা ‘ নামক পুস্তক ৷ এই বইটিতে কলম ধরেছেন নরঘাট ক্যুইজ ফোরমের দুই সদস্য অমিত দাস ও রাজিব হাজরা ৷ এছাড়াও অনেকেই বিভিন্ন ছবি ও তথ্য তুলে ধরেছেন ৷ এই সংস্থার সদস্য অমিত বলেন , আমরা অনেক ধরনের বই বা পুস্তক পড়ি বা সংগ্রহ করে রাখি ঠিক তেমনই নরঘাট এলাকাবাসীর সহযোগিতায় আমরা এক ক্ষুদ্র বই এর মাধ্যমে নরঘাট এলাকাকে তুলে ধরার চেষ্টা করছি ৷ আগামী ১লা এপ্রিল ২০২০ শিক্ষাবর্ষে বইটি বাজারে আসতে চলছে ৷ বইটির প্রচ্ছদের কাজ চলছে ৷ বইটিতে থাকতে নরঘাটের সংস্কৃতি , মন্দির , বিদ্যালয় , নদী , পার্ক , সেতু , মাতঙ্গীনি মূর্তি , সাপ্তাহিক বাজার , রাস্তাঘাট ও ভ্রমন মূলক জায়গা ৷ সবকিছু নিয়ে আমরা প্রকাশ করতে চলেছি ৷ আশা রাখি বইটি খুব জনপ্রিয় হয়ে উঠবে ৷ সেই লক্ষ্যপূরনের দিন আস্তে আস্তে চলে এসেছে ৷ এছারা সংস্থার সদস্য শেখ আরেফুল জানান , বইটি যে শুধু পড়লে হবে না গভীরে ডুব দিতে হবে ৷