|
---|
কুলতলিতে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রচারে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল চন্দ্র মাঝি
বাবলু হাসান লস্কর, কুলতলি দঃ পরগনা :
কুলতলী তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল চন্দ্র মাঝি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বাংলা তার নিজের মেয়েকেই চায় এর উদ্বোধন করলেন। গতকাল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃত্বরা কুলতলীর গাজীর মোড় সংলগ্ন মাঠে পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে সভা সারলেন। আর সেই সভায় ভীড় দেখে ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি তথা সমর্থকদের মনের জোশ সঞ্চার যুগিয়েছে। এদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস পিছিয়ে নেই, একের পর এক কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষদের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার শুরু করেছে। অপরদিকে দীর্ঘদিন ধরে কুলতলিতে ক্ষমতায় থাকা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর বিধায়ক রাম শংকর হালদার তিনিও মাঠে নেমে পড়েছেন। একের পর এক কর্মসূচি লেগেই আছে সাধারণ মানুষের কাছে দাগ ফেললেও বিধায়ক হিসেবে যতটুকু কর্তব্য তা তিনি পৌঁছে দিয়েছেন । এটাই তারই ভাষায়। অন্যান্য রাজনৈতিক দলগুলো ঠিক তেমনই কর্মপন্থা কুলতলিতে ঠিক করতে পারছে না ও কর্মসূচি দেখা যাচ্ছে না। কেবল রাজনৈতিক নেতৃত্ব তাদের পাশা খেলার ছলে কাকে কুপোকাত করবে সেটাই দেখার বিষয়।