|
---|
দেবজিৎ মুখার্জি: বিশেষ ট্রেনের পর এবার তৃণমূল নেতাদের দিল্লিগামী বিমান বাতিল! রবিবার সন্ধে ৬টা ৪৫ মিনিট দমদম বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরার কথা ছিল দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার-সহ শতাধিক নেতা-কর্মীর। বারাসত থেকে ১২০ জনের যাওয়ার কথা ছিল। কিন্তু ২৪ ঘণ্টা আগে জানা গেল, সেই বিমানটি বাতিল। কারণ হিসেবে জানানো হয়েছে ব্যবস্থাপনায় সমস্যার জন্য বাতিল করা হয়েছে বিমানটি। এই নিয়ে ক্ষোভ উগরে দেন ডেরেক ও ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার।