|
---|
নিজস্ব সংবাদদাতা : আজকেও দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ বিদায় জানালেন তার সহ কর্মীদের। আজ তিনি জানান আমাদের কর্মীরা দলের নির্দেশে দিল্লী চলে যাচ্ছেন।আজকে তারা দিল্লী যাচ্ছেন প্রতিবাদ করতে এবং দলের জন্য কাজ করে যেতে। আজকে আমি আমার কর্মীদের বিদায় জানাতে এখানে আসলাম।কারন কলকাতা নয় এবারে দিল্লী গিয়ে আমি আমার কর্মীদের দেখতে পারব না তাই আজকে আমার কর্মসূচি এটাই ছিল এখনো পযর্ন্ত। যেভাবে আজকে আমাদের কর্মীরা গেলেন তাদের আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই। আজকে আমি ওদের কি কি সুবিধা এবং অসুবিধা কি আছে সেটা জেনে ওরা যাতে ঠিকভাবে যায় সেটা দেখতে আসলাম। এবারে তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু করবে যেটা আগামী দিনে অন্যান্য দলের কাছে নিদর্শন তৈরী হবে বলে জানান জেলা সভাপতি। আজকে যেসব কর্মীরা কলকাতা গেলেন তারা অনেকেই দিল্লী যান নি প্রথমবার যাচ্ছেন তাই তারা যাতে কোনভাবেই অসুবিধার মধ্যে না পড়েন সেটা আমি দেখতে নির্দেশ দিয়েছি যারা ইতিমধ্যে দিল্লীতে গেছেন।