|
---|
আসিফ ইকবাল চৌধুরী : হুগলির খানাকূলের ঘোষপুর রামপ্রসাদ মোড় খানাকুল ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম, কর্মাধ্যক্ষ নূরনবী মন্ডল, আরামবাগ সাংগঠনিক যুব সভাপতি পলাশ রায়,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলী হোসেন, খানাকুল যুব সভাপতি দিনেশ রানা,খানাকুল এক নং ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী,আইনজীবি হাসান ইমাম চৌধুরী,সহ সমাজের বিশিষ্টজনেরা।এদিন আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই রক্তদান শিবির এর গুরুত্ব ও প্রয়োজনয়ীতা তুলে ধরেন।করোনা লকডাউন একটু স্বাভাবিক হতেই রক্তদান শিবির করছেন এই মহৎ উদোগকে সকলেই সাধুবাদ জানান।ষাট জন রক্তদান করেন।