|
---|
নিজস্ব প্রতিনিধি; শিলিগুড়ি:
টিউশন পড়তে যাওয়ায় নাম করে বেরিয়ে উধাও হল দুই ছাত্র। দু’জনের নাম যথাক্রমে তোতন বর্মণ এবং গুঞ্জন রায়। জানা গিয়েছে, তারা শিলিগুড়ির মেডিক্যাল মোড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। দুজনেই অষ্টম শ্রেণীর ছাত্র।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার তোতন স্কুলে যায়। এরপর স্কুলের বন্ধুদের কাশ্মীর যাবে বলে জানায় সে। বিকেলে বাড়ি ফিরে টিউশন পড়তে যাচ্ছে বলে বের হয়। অপর বন্ধু গুঞ্জনকেও সাথে নেয়। কিন্তু, এই ঘটনায় তারা আর টিউশন পড়তে যায়নি। এরপর দুই ছাত্রের পরিবার এই ঘটনা জানতে পেরে সন্ধ্যায় পুলিশে অভিযোগ দায়ের করে। দুই ছাত্রের এই নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছে বাগডোগরা থানায়। সাথে সাথে তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, নভেম্বর মাসে ওই স্কুলের তিন ছাত্র হস্টেল থেকে পালিয়েছিল। পরে অবশ্য তাদের খোঁজ পাওয়া যায়। আবার নতুন করে দুজনের নিখোঁজ খবরে নতুন করে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হল।