|
---|
নতুন গতি: অগ্নিপথ ইস্যু নিয়ে গোটা দেশ উত্তাল, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সিকিমে এসেছিলেন কেন্দ্রীয় বন এবং পরিবেশ দায়িত্বপ্রাপ্ত অশ্বিনী কুমার চৌবে। সিকিমে গিয়ে তিনি বন অধিকারিকদের কাছে বেঙ্গল সাফারি পার্ক সম্পর্কে অনেক প্রশংসা শুনতে পান। বেঙ্গল সাফারি পার্কের প্রশংসা শুনে তিনি বুধবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে আসেন।
বেঙ্গল সাফারি পার্কে আসবার পর একটি ব্যাঘ্র শাবক দত্তক নেন তিনি। দত্তক নেওয়ার ব্যাপারে নির্দিষ্ট নিয়ম পন্থা গ্রহণ করার পর, অনলাইন মারফত দু লক্ষ টাকা প্রদান করেন তিনি। ব্যাঘ্র শাবক এর নাম দিয়েছেন অগ্নিবীর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন তার দত্তক নেওয়ার উদ্দেশ্য হলো জনসাধারণকে বন্য জন্তু দত্তক নেওয়ার ব্যাপারে উৎসাহী করা, কেন্দ্রীয় বন এবং পরিবেশ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এই রকম কার্যকলাপে অভিভূত বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষ।