|
---|
নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ,জলপাইগুড়ি ,কালিম্পং ,কোচবিহার, আলিপুরদুয়ারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারের বাকি সময়কাল ও শুক্রবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর মিলেছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে , সেই কারণে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।