|
---|
বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ ২৪ পরগনা : এমনি মহতি কর্মযজ্ঞ অনুষ্ঠিত হল ২১ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, বারুইপুর পৌরসভার কাউন্সিলর সুভাষ রায় চৌধুরী, এছাড়া কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, কুলতলী পঞ্চায়েত সমিতর সভাপতি রুপা সরদার, নিমপীঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী সদানন্দ জি, বিশিষ্ট সাংবাদিক ও অভিজ্ঞান নস্কর, তমাল সরকার, রাজু মুখার্জী, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বাবলু হাসান লস্কর সহ একাধিক সাংবাদিক সহ কুলতলী পঞ্চায়েত সমিতির একাধিক কর্মদক্ষ ও স্থানীয় প্রধান কুলতলী থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকার মৈপিঠ কোস্টাল থানার ওসি স্বপন বিশ্বাস, কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, কুলতলী পঞ্চায়েত সমিতির একাধিক কর্মদক্ষ এছাড়া বনদপ্তর এর একাধিক আধিকারিক স্থানীয় প্রধানসহ বিশিষ্ট জনেরা। বিশেষ করে সাংবাদিকরা তারা সদা সর্বদা রোদ জল বৃষ্টি উপেক্ষা করে খবর সংগ্রহ করতে ব্যস্ত থাকে। তাদেরও মনে মাঝে সুপ্ত প্রতিভা এলাকার উন্নয়ন তথা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সুন্দরবনের একাধিক ম্যানগ্রোভ সুন্দরী গরান গেওয়া বাণি, হেতাল চারা রোপনের মাধ্যমে আজ দিনটি বিশেষভাবে পালিত হয় ।যেখানে কৈখালী রামকৃষ্ণ আশ্রমের কয়েক শত স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে।