|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার : প্রতিবছরের মতো এবারও গঙ্গায় গিয়েছিলেন বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে। আর সেখানেই ঘটল দুর্ঘটনা,পা পিছলে নদীতে পড়ে তলিয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের। মৃত যুবকের নাম কিষাণ সাউ (২৬) ওই এলাকায় পাপ্পু নামে চেনে সকলেই।ডায়মন্ডহারবারের নগেন্দ্র বাজারে মাছ আরতে কাজ করতেন তিনি। জানা গিয়েছে, ব্যারাকপুরের টিটাগড় এলাকার বাসিন্দা ওই যুবক, কাজের সূত্রে দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারে থাকেন।কারখানার অন্যান্য শ্রমিকদের সঙ্গে তিনিও ডায়মন্ড হারবার কেল্লার মাঠ সংলগ্ন এলাকায় মুক্তাঙ্গনের কাছে হুগলি নদীতে ঠাকুর বিসর্জনে যান। সেই সময় নদীতে জোয়ারের স্রোতে তলিয়ে যায় কিষাণ। বেশ কিছুক্ষণ পরে তাঁকে কেউ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। শেষে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। এরপর রাতেই নিখোঁজ যুবকের খোঁজে হুগলি নদীতে তল্লাশি শুরু করেন সিভিল ডিফেন্সের ও। লঞ্চে চড়েও খোঁজ চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিসর্জনের আগে দেদার মদ্যপান করেছিলেন ওই যুবক। আর মত্ত অবস্থায় থাকার কারণেই টাল সামলাতে না পেরে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। আর তারপর স্রোতে ভেসে তলিয়ে যায় হুগলি নদীতে। এখনো নিখোঁজ যুবকের খোঁজে হুগলি নদীতে চলছে তল্লাশি।