করোনা ভাইরাস নিয়ে সার্ক বৈঠকের মাঝেই পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা উত্থাপন করেন কাশ্মীর প্রসঙ্গ।

করোনা ভাইরাস নিয়ে সার্ক বৈঠকের মাঝেই পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা উত্থাপন করেন কাশ্মীর প্রসঙ্গ।

    নতুন গতি,ওয়েব ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য সার্ক গোষ্ঠীর দেশগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে ওই বৈঠকের গুরুত্ব বুঝে মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট যোগ দেন। তবে পাকিস্থান প্রথমে আপত্তি জানালেও করোনার গুরুত্ব বুঝে শেষে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর । এবং বিতর্কিত প্রসঙ্গ তুলে বৈঠকের গুরুত্বটাই তুচ্ছ করলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী। এদিন সার্ক বৈঠকের মাঝেই তিনি উত্থাপন করেন কাশ্মীর প্রসঙ্গ। তিনি আচমকাই বলে বসেন, ‘করোনাঊাইরাস সংক্রমণ ঠেকাতে অবিলম্বে জম্মু ও কাশ্মীরের উপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নিতে হবে’। জাফর আরও দাবি করেন, জম্মু-কাশ্মীরেও করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, তাই অবিলম্বে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিৎ

    সার্ক দেশগুলির বৈঠকে এদিন করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশগুলিকে নিয়ে একটি আপাতকালীন তহবিল তৈরি করার প্রস্তাব দিয়েছেন। ভারত এই তহবিলে প্রাথমিকভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথাও দেবে বলে জানিয়ে দিয়েছেন মোদি। বরং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন মোদি।