চারা গাছ লাগিয়ে পালিত হল বিশ্ব বাদাবন দিবস

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
বিশ্ব বাদাবন দিবসে কয়েক লক্ষ চারা গাছ রোপনের মাধ্যমে পালিত হল আজ। ২৬শে জুলাই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিশ্ব বাদাবন দিবস পালিত হয়। সুন্দরবন লাগোয়া অঞ্চল গুলিতে ও বিট অফিস সংলগ্ন এলাকাগুলিতে অধিকমাত্রায় চারা গাছ লাগানোর ব্যবস্থা করা হয়। কুলতলীর বিট অফিস সংলগ্ন এলাকা যেখানে বন বিভাগের আধিকারিকদের সঙ্গে ১০০ দিনের কাজের মজুররা গাছ লাগাতে শুরু করলেন। যেভাবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হচ্ছে বাদাবন সেই বাদাবনকে টিকিয়ে রাখতে এই মুহুর্তের উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।