|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের অনন্যা মণ্ডল, এবছর মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির সৃষ্টি করল। এদিন তার বাড়িতে পৌঁছে গেল সিরাত পরিবার ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি পরিবার। তারহাতে ফুলের বাস্কেট, বই, পেন, কভার ফাইল, মিষ্টি, স্মারক পত্রিকা।
অনন্য ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে এলাকায় বেশ সুপরিচিত। অনন্যার বাবা ও মা পেশায় বিশিষ্ট আইনজীবী। বাবা মোশারফ হোসেন জানান, আমার মেয়ের বর্তমান স্বপ্ন আমার মতো আইনজীবী হওয়া নয় বরং উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আদর্শ চিকিৎসক হওয়া। অনন্যা এবছর মাধ্যমিক পরীক্ষায় বাংলায় ৯৯, ইংরেজিতে ৯৯, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০ পেয়েছে। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৭। অনন্যা ভালো মানুষ হতে চায়।
সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক,কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, আমারা আজ কয়েকবছর ধরে মেধাবী ছাত্র-ছাত্রীদের সাফল্যের স্বীকৃতি জানানোর জন্য কখনো তাদের দুয়ারে আবার কখনো বিভিন্ন জেলায় বড়ো বড়ো অনুষ্ঠানগৃহে তাদেরকে স্কলারশিপ, বই, মেডেল, মেমেন্ট, পেন, শংসাপত্র ইত্যাদি প্রদানের মাধ্যমে সংবর্ধিত করে থাকি। জেলা সভাপতি ও ভোজপাড়া হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক ও মিশনের চেয়ারম্যান মাসউদুর রহমান বলেন, আমরা আজ এসেছি মূলত অন্যন্যা মন্ডলকে উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি নিজের কমিউনিটি ও পিতামাতাকে যাতে ভুলে না যায় তারজন্য অনুরোধ জানাতে। নিশ্চিত অনন্যার এই সাফল্য এলাকার মুখ উজ্জ্বল করেছে।
সিরাতের রাজ্য সভাপতি,মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি আকবর আলি সাহেব বলেন আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও জোর দিতে হবে তাহলে এহকাল ও পরকালের পথ মসৃণ হবে। আমরা দোয়া করি অনন্যা, আমাদের মেয়ে। আমাদের গর্ব। আমরা আশাবাদী অনন্যা প্রতিষ্ঠিত হয়ে দেশ ও দশের কাজ করবে।
এদিন উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, আরনিকা মন্ডল প্রমুখ।