যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ৩রা ডিসেম্বর দিন টিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস ঘোষণা করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সহযোগিতা প্রদানকরা হলো আজ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলিতে। আমরা সবাই এই সমস্ত ব্যক্তিদের একটু সহযোগিতা করলে ওরা প্রতিবন্ধকতা ভূলে সাধারণ মানুষের মতো প্রতিযোগিতায় অংশ নিতে পারে। ইতিমধ্যে আমাদের সকলের জানা,প্রতিবন্ধী মাসুদুর রহমানের কথা। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছিলেন। বিশেষ করে প্রতিবন্ধীরা পরিবারের সদস্যদের কাছে বোঝা সরূপ। সাধারণ মানুষেরা সব রকমের কাজে ঝাঁপিয়ে পড়তে পারে এদের কাছে একটু ভাবনাচিন্তার পর কাজে। কোলকাতা প্রেমানন্দ ল্যাপ্রসী মিশনের উদ্যেগে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করা হল তাদের সেবা প্রাঙ্গণে। কয়েক শত প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রাইসাইকেল,হুইল চেয়ার,ক্রেচ্যার সহ একাধিক পরিষেবা প্রদান করা হয় ।হাসপাতালের কর্ণধার মাক্স মলয় আমরোস সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন।