ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে রায়দিঘিতে বিক্ষোভ সভা করল বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট!

রায়দিঘী,নুরউদ্দিন:ফিলিস্তিন ও ইহুদীবাদী ইসরাইলের মধ্যে বেশ কয়েকদিন ভয়াবহ সংঘর্ষ চলছে,সেই সংঘর্ষ অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল মারুফ, এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কাজী হাচান উল্লা, মোহাম্মদ কুতুবউদ্দিন, মোঃ রওশান আলী, মোহাম্মদ সাইদুল্লাহ প্রমুখ সহ বিশিষ্ট অতিথিগণ,এই দিনের বিক্ষভে মাওলানা আব্দুল্লাহিল মারুফ জানিয়েছেন, এই সময়ে ফিলিস্তিনি মজলুমদের পক্ষে আমাদের সংগ্রাম চলবে, সন্ত্রাসবাদি ইসরাইল ফিলিস্তিনি থেকে দূর হটো, সন্ত্রাসবাদী ইসরাইল নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক, অবিলম্বে ফিলিস্তিন মজলুমদের পক্ষে সারা বিশ্বের সমস্ত মানুষ এক হও, ফিলিস্তিন মুসলিমদের পক্ষে আমাদের লড়াই চলছে চলবে, মাওলানা আব্দুল্লাহিল মারুফ আরো বলেন, ইসরাইল অবৈধভাবে ফিলিস্তিন দখল করে রেখেছে,আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরাইলের পক্ষে সমর্থন দিচ্ছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জবাব চাই, জবাব দাও, এই শ্লোগানে সোচ্চার হন বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের কর্মদক্ষগণ!

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি!