সম্মান জানিয়ে পালিত হল বিশ্ব ওজন দিবস সড্যা উচ্চ বিদ্যালয়ে শ্রী- সবুজের অভিযানের সহযোগিতায়

নিজস্ব সংবাদদাতা : ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। এই দিন বর্ধমান- ২ ব্লকের অন্তর্গত সড্যা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং শ্রী-সবুজের অভিযানের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হলো এই দিনটি |

    বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ এবং ওজোন স্তরের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করার মাধ্যমে এই বিশেষ দিনটি পালিত হল এবং পৃথিবীকে রক্ষাকারী এই বিশেষ বায়ুস্তরকে সম্মান জানানো হল |

    ক্রমাগত দূষণের প্রভাবে ক্রমশ ফুঁটো হচ্ছে এই ওজন স্তরে।

    বায়ুমণ্ডলের এই ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে ছাতার মতো রক্ষা করে ।

    কিন্তু হিমঘর, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার প্রভৃতিতে ব্যবহৃত ক্লোরোফ্লুরো কার্বন বা CFC ও অন্যান্য যৌগগুলি, অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত ব্রোমিন সমৃদ্ধ হ্যালন গ্যাস, যানবাহন থেকে নির্গত গ্যাস প্রভৃতি ওজন স্তরের ব্যাপক ক্ষতি সাধন করছে | এই পরিস্থিতিতে ব্যাপকহারে বৃক্ষরোপণ এবং বৃক্ষ সংরক্ষণ,

    রেফ্রিজারেন্ট হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে যৌগগুলি সেগুলিকে পুনরুদ্ধার করে নতুন করে ব্যবহার করা এবং একইসঙ্গে ক্লোরােফ্লুরােকার্বনের পরিবর্তে হাইড্রোজেন-সহ অন্যান্য পরিবেশের অনুকূল গ্যাসের ব্যবহার করার মাধ্যমে

    আমরা আগামী দিনে ওজোন স্তরের ক্ষয় রোধ করতে পারব |

    এই দিনের কর্মসূচির মধ্যে ছিল নিরাপদ স্থানে বৃক্ষরোপণ, ওজোন স্তরের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কিত আলোচনা, এই সম্পর্কিত একটি প্রজেক্টর সহযোগে উপস্থাপনা, ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি নাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান |

    আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান – ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয়া সুবর্ণা মজুমদার,

    বর্ধমান- ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া রাখি কোনার, বর্ধমান- ২ পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয় পরমেশ্বর কোনার, কুরমুন- ২ পঞ্চায়েত প্রধান মাননীয় বাসুদেব দে, বিদ্যালয় স্থায়ী সভাপতি মাননীয় সমীর দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় সুব্রত সোম, প্রধান শিক্ষক ড: শীর্ষেন্দু দত্ত সহ সড্যা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী- সবুজের অভিযানের সদস্যগণ |

     

    এই দিন শ্রী: সবুজের অভিযানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্কুলের সহ-শিক্ষক এবং সংস্থার সদস্য মাননীয় অনুপম কোনার, সংস্থার সহ-সম্পাদক সুব্রত রায়, কনভেনার অনির্বাণ রায় প্রমূখ |