|
---|
নিজস্ব সংবাদদাতা : বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল কলেজ ছাত্রীর দেহ । এই ঘটনায় শোরগোল পড়ে গেছে কলকাতার তিলজলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম ঈস্পিতা ঘোষ। তিনি নদিয়ার নবদ্বীপের বাসিন্দা। কলকাতার একটি বেসরকারি কলেজে পড়তেন। তিলজলার পিকনিক গার্ডেনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। এদিন বন্ধ ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেখান থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।
ছাত্রীর পরিবারের দাবি, ‘মেয়ে মেডিক্যালের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাই কলকাতার একটি বেসরকারি সংস্থায় পড়াশোনা করছিল। নদিয়া থেকে যাতায়াত করা অসুবিধা হওয়ায় কলকাতায় একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকত একাই। মঙ্গলবার বিকেলে আমাদের সঙ্গে শেষ কথা হয়। তার পরে আর যোগাযোগ করা যায়নি মেয়ের সঙ্গে।’মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ওই ছাত্রীর পরিবার ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। বাড়ির মালিকই ইস্পিতার খবর নিতে ফ্ল্যাটে গিয়েছিলেন। তিনি দরজা খুলতেই আঁতকে ওঠেন। দেখেন ওই ছাত্রী গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তড়িঘড়ি তিনি তিলজলা থানায় ফোন করেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইস্পিতার কাছ থেকে পাওয়া সুইসাইড নোট থেকে কিছু তথ্য পাওয়া গেছে। একাকীত্ব থেকে এই আত্মহত্যার পথ খুঁজে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
পরিবার ও ফ্ল্যাট মালিককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে ইস্পিতার সঙ্গে আরও এক বান্ধবী থাকতেন। গত ৯ সেপ্টেম্বর ওই বান্ধবী ফ্ল্যাট ছেড়ে দেন। তারপর থেকে একাই ফ্ল্যাটে ছিলেন ইস্পিতা। খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।