|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় কাটোয়া ২নং ব্লকের মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ছাত্র – যুব উৎসব। শুক্রবার ছাত্র – যুব উৎসব শুভ সূচনা হওয়ার আগে মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মেঝিয়ারী বাজার পরিক্রমা করে মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়। মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র – যুব উৎসব শুভ সূচনা হওয়ার সঙ্গে একটি উদ্বোধনী সংগীত অনুষ্ঠিত হয়। মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ছাত্র – যুব শুভ সূচনা করেন কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক ছাড়াও কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী, দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং ব্লকের এপিও বিচিত্রকৃষ্ণ খাঁ, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রদান, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সুব্রত মজুমদার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, মেঝিয়ারী সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক রজতাভ মল্লিক, মন্ত্রীর প্রতিনিধি ক্ষুদিরাম দত্ত, কাটোয়া ২নং ব্লক যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার সহ প্রমুখ। কাটোয়া ২নং ব্লকের ছাত্র – যুব অনুষ্ঠানে প্রতিটি এলাকার ছাত্র ও ছাত্রীরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, অংশগ্রহণ করেন। ক বিভাগের ছাত্র ও ছাত্রীরা জেলা ছাত্র – যুব উৎসবে অংশগ্রহণ করতে পারবে। কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল জানালেন ২৮ শে ডিসেম্বর কাটোয়া KDI স্কুল মাঠে অনুষ্ঠিত হবে জেলা ছাত্র – যুব উৎসব। নাচ, গান, লোকসংগীতে জমে উঠেছে ছাত্র – যুব উৎসব।