০- ৫ বছর বয়সী শিশুদের পোলিও কর্মসূচিতে সচেতনতার বার্তা রাখে কর্মাধ্যক্ষ ও স্বাস্থ্য আধিকারিক

নিজস্ব প্রতিবেদক : বারাসাত,সারা বিশ্ব জুড়ে পোলিও টিকাদান ও পোলিও নির্মূল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই প্রতি বছর ২৪ অক্টোবর দিনটি পালিত হয় বিশ্ব পোলিও দিবস হিসেবে। পোলিও নির্মূল করতে বিশ্বের অগ্রগতিকে স্মরণ করতেই পালিত হয় দিনটি।

    পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রবিবার পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উঃ ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ কর্মীদের দ্বারা বারাসাত -২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক এর তত্ত্বাবধানে শাসনের চকশাসন সুস্বাস্থ্য কেন্দ্রে পালস পোলিও কর্মসূচিতে উপস্থিত হয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি আগত অভিভাবক অভিভাবিকাদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার বার্তা দেয় উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অত্যন্ত সুন্দরভাবে কাজ পরিচালিত হচ্ছে। উঃ ২৪ পরগনা জেলাজুড়ে জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী, জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্তের তত্ত্বাবোধনে মসৃণ ভাবে কর্মসূচি রূপায়িত হচ্ছে। শাসন সহ জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নয়নে যেভাবে পরিকাঠামোগত উন্নয়নের সাথে সাথে স্বাস্থ্যপরিষেবা ত্বরান্বিত হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রী সুরিত মল্লিক বলেন ব্লকের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র এবং বুথে বুথে ক্যাম্প করে টিকাকরণ কর্মসূচি প্রদান করা হচ্ছে। এলাকার মানুষের মধ্যে টিকাকরণ সুফল নিয়ে প্রচার কর্মসূচি এবং বিভিন্ন রকমের সংক্রামক রোগ বিষয়ক সচেতনতা করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ, জনপ্রতিনিধি ফেরদৌসী বিবি,সাবিনা বিবি, স্বাস্থ্যকর্মী গীতা সরকার, পার্বতী কর্মকার,আশাকর্মী শিপ্রা মন্ডল,সঙ্গীতা কবিরাজ ঢালী,চন্দনা বিশ্বাস, মিতালী রয় প্রমুখ।