১৬ তম শক্তিগড় উৎসবের বর্ণময় অনুষ্ঠানে অভিনেত্রী পিয়ালী শাসমল।

লুতুব আলি, শক্তিগড়, পূর্ব বর্ধমান : ১৬ তম শক্তিগড় উৎসবের বর্ণময় অনুষ্ঠানে অভিনেত্রী পিয়ালী শাসমল। যুদ্ধ দিয়ে ধ্বংস নয়, প্রেম দিয়ে হোক জয়.. এই বার্তাকে সামনে রেখে শুরু হল ঐতিহ্যবাহী ১৬তম শক্তিগড় উৎসব। এই উৎসবের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। বর্ণময় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী পিয়ালী শাসমল। এই অনুষ্ঠানে সকলকে অভ্যর্থনা জানান শক্তিগড় উৎসব কমিটির সম্পাদক শেখ কামরুল হাসান, সভাপতি শেখ রতন। এই উৎসবের উদ্বোধন হয় ২১ জানুয়ারি। উৎসবের শুভ সূচনা লগ্নে বর্ণাঢ্য শোভাযাত্রা শক্তিগড় এলাকা ও শক্তিগড় গ্রাম প্রদক্ষিণ করে। এই পদযাত্রায় কাটোয়ার রনপা নৃত্য পরিবেশিত হয়। অ্যাডভান্স ট্রেনিং একাডেমীর ছাত্র-ছাত্রীসহ উৎসবের আমন্ত্রিত অতিথিবর্গ, এলাকার মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক আবু মনির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে উৎসব সংখ্যা স্মরণিকা যুব বার্তা প্রকাশিত হয়। অনুষ্ঠানে বক্তারা যুদ্ধ বিরোধী ও সাম্প্রদায়িক বিরোধী বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, সহজ-সভাপতি দেব-দীপ রায়, বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনার, জেলা পরিষদ সদস্যা কাকলি মালিক, বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার, উপপ্রধান নাজিরা বেগম, বড়শুল ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না মন্ডল, ব্লক সভাপতি যুব তৃণমূল কংগ্রেস সৌভিক পান প্রমুখ। উৎসব কমিটির অন্যতম সদস্য শেখ সাবীর আলী জানান, এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। ২২ জানুয়ারি থাকছে হাতের লেখা প্রতিযোগিতা, ২৩ জানুয়ারি ফুচকা খাওয়া প্রতিযোগিতা, ২৪ জানুয়ারি বসে আঁকা প্রতিযোগিতা, ২৫ জানুয়ারি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২৬ জানুয়ারি সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা, ২৭ জানুয়ারি মিউজিকাল বল প্রতিযোগিতা, ২৮ জানুয়ারি বেলা ২:৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে কবিতা উৎসব। উৎসব উপলক্ষে সান্ধ্যকালীন অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত আমন্ত্রিত শিল্পী রাও সংগীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উৎসব উপলক্ষে সচেতনতার জন্য বিভিন্ন রকমের ট্যাবলো লাগানো হয়েছে। উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানের পসরা বসেছে। এলাকার মানুষেরা এই মেলা থেকে তাদের বাৎসরিক কেনাকাটা করেন। শক্তিগড় উৎসবকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।