উত্তরপ্রদেশ হিংসায় জড়িত থাকার অভিযোগে মালদার ৬ জন গ্রেফতার

নতুন গতি, ওয়েব ডেস্ক, ২৩ ডিসেম্বরঃ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যে অশান্তির জন্য বহিরাগতদের দায়ী করল উত্তরপ্রদেশ সরকার।অশান্তির ঘটনার জড়িত থাকার অভিযাগে মালদা জেলার বাসিন্দা ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গতকাল একথা জানান উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের ঘটনায় বহিরাগতদের ভূমিকা রয়েছে।

    তিনি আরও জানান, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা ৬ জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দীনেশ শর্মা বলেন, “পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ায় হিংসার ঘটনায় জড়িত রয়েছে। সিমি-র সঙ্গে ধৃতদের যোগ রয়েছে।” তিনি আরও বলেন, “রাজ্য সরকার শান্তি নিশ্চিত করতে সক্ষম। আমরা মুসলিম ধর্মগুরুদের সঙ্গে কথা বলেছি।”গত ১০ ডিসেম্বর থেকে নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে ৭০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রাজ্যের আইজি আইন-শৃঙ্খলা জানিয়েছেন, এখন পর্যন্ত রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। দু’শো জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে এখনও পর্যন্ত প্রায় ৮৮ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। তারপরও অবশ্য বিক্ষোভ বা আন্দোলন কমছে না।