|
---|
নিউজ ডেস্ক:নতুন গতি:- সভায় বক্তারা বলেন দেশজুড়ে NRC-র নামে সাধারণ মানুষের মনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে মোদি সরকার। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে দেশের সংবিধান আক্রান্ত। দেশের ধর্মনিরপেক্ষতা আক্রান্ত। বক্তারা বলেন বামপন্থীরা শেষ রক্তবিন্দু দিয়েও NRC আটকাবে। কেন্দ্র সরকার দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, বেকারের হাতে কাজ নেই, নারীর মর্যাদা নেই, দেশের সম্পদ লুট হচ্ছে, অর্থনীতির হাল বেহাল, দেশের মানুষ শোষিত-বঞ্চিত হচ্ছে। এটা হতে দেওয়া যায়না। রুখতেই হবে স্বৈরাচারী সরকারকে। রুখবে ব্যাম্পন্থীরাই।
এই দাবিতে আগামী ৮ ই জানুয়ারী ধর্মঘট সফল করতে হবে। এই ধর্মঘটের সমর্থনে আগামী ৬ জানুয়ারী রামপুরহাটে মহামিছিল সফল করার আহ্বান জানান বক্তারা।
বক্তব্য রাখেন সঞ্জীব বর্মন, কামাল হাসান, সঞ্জীব মল্লিক, হিমেল ইব্রাহিম। সভাপতিত্ব করেন হিমাদ্রি শুভ্র।