গাছ গ্রুপের ঐকান্তিক প্রচেষ্টায় রানীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের সবুজায়ন।

লুতুব আলি, বর্ধমান, ২১ নভেম্বর : বর্ধমানের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন গাছ গ্রুপের নিরন্তর সবুজায়ন সারা বাংলাকে পথ দেখাচ্ছে। গাছ গ্রুপের পুরোধা জাতীয় শিক্ষক গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরীর অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমানে সবুজায়ন শুরু হল। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ড. দেবাশিস মন্ডল ২০২২ এ রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্নে ভূষিত হয়েছেন। শিক্ষকতা ছাড়াও তিনি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে নিজেকে যুক্ত করেছেন। দেবাসিবাবু ও আর. এস. স্বস্তিক ফাউন্ডেশন এনজিওর কর্ণধার অভিজিৎ মিত্রের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ নভেম্বর রানীগঞ্জের রেলওয়ে ময়দানে বৃক্ষ শিশু রোপণ করা হল। দেবাশিস বাবু ও গাছ গ্রুপের সক্রিয় সদস্য। দেবাশিস বাবু জানান, পশ্চিম বর্ধমানে তাঁদের সবুজয়ান ঘটাতে এই প্রথম পদক্ষেপ। খনি অঞ্চলে সবুজায়ন ঘটাতে স্বেচ্ছাসেবী সংগঠনের সমস্ত সদস্যরা ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছেন। অরূপ চৌধুরী বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রকৃতি তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলছে। সম্মিলিতভাবে সকলে সামাজিক বনসৃজন এর কাজে এগিয়ে এলে তার অনেকটা মোকাবেলা করা যেতে পারে।