রাজাভাতখাওয়া প্রকৃতিবিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হল এ বছরের বনমহোৎসব

নিজস্ব সংবাদদাতা :অরণ্যের সবুজোদয় , সৃষ্টি ভোরের সূর্যোদয়’ এই স্লোগান কে সামনে রেখে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া প্রকৃতিবিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হল এ বছরের বনমহোৎসব । এই উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বন দপ্তরের তরফে । জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বনমহোৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করে । ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় প্রকৃতি কে বিষয় করে ছবি আঁকায় অংশ নেয় ।

    তাছাড়া ও বন বিভাগের বেশ কিছু বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় । যেমন তাদের সামনে বিভিন্ন বন্যপ্রাণীর গর্ভস্থ ভ্রূণ সংরক্ষিত অবস্থায় দেখানো হয় । কিভাবে লোকালয় থেকে ঘুমপাড়ানি গুলির ব্যবহার করে বন্য জন্তুদের জঙ্গলে ফিরিয়ে নেওয়া হয় সব বিষয় তাদের বোঝানো হয় । তাছাড়াও বন ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তাদের সামনে তুলে ধরা হয় । বন্য প্রানীদের যাতে নিরাপত্তা দেখতে পারা যায় সেটাও দেখবেন তারা। বহু বন্যপ্রানী আছে যারা সামনে আসতে ভয় পায় তাদের সেই সাহসটুকু দিতে হবে জানালেন তিনি। বন্য প্রানীদের সংরক্ষন করা যে পরিবেশের জন্য অত্যন্ত জরুরী বিষয় সেটাও বোঝাবেন তারা।