রতুয়া বন্যায় এলাকায় ত্রাণ বিতরণ করলেন মালদা জেলার তৃণমূল সভাপতি

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে মালদহের ফুলহার নদীর জল বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে রতুয়া কালনাহা জিপির দেবীপুর, কালনাহা, সূর্যাপুর সহ বিভিন্ন এলাকা বন্যা প্লাবিত হয়।রবিবার দুপুরে বন্যা কবলিত এলাকায় ত্রাণবিবরণ করলেন মালদা জেলা পরিষদের সভাপতি গৌড়চন্দ্র মন্ডল। এদিন তাঁরা বন্যা কবলিত মানুষদের হাতে শাড়ি, লুঙ্গি, পলিথিন, শুকনো খাবার ও পানীয় জল বিতরণ করা হয়।আরও তৃনমুল জেলা সভানেত্রী মৌসম নূর জানান- বন্যা কবলিত মানুষদের সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য করার আশ্বাস দেন।উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাপতি গৌড়চন্দ্র মন্ডল, তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম নূর, রতুয়ার প্রাক্তন বিধায়ক সমর মুখার্জী, রতুয়া ১ ব্লক সভাপতি ফজলুল হক, বিশিষ্ট সমাজসেবক মহম্মদ ইয়াসিন ও অন্যান্য নেতৃবৃন্দরাও।