বর্ধমান পৌরশহরের পর মেমারি পৌরশহরেও বাজার খোলা বন্ধের সময় নিয়ন্ত্রিত করা হলো

সেখ সামসুদ্দিন : ৮ জানুয়ারি বর্ধমান পৌরশহরের পর মেমারি পৌরশহরেও বাজার খোলা বন্ধের সময় নিয়ন্ত্রিত করা হলো। আজ মেমারি পৌরসভার অডিটোরিয়াম হলে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ সকল বাজার কমিটি পুলিশকে নিয়ে একটি সভা করা হয় সেই সভায় সিদ্ধান্ত হয় সপ্তাহে ৫ দিন সকাল আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তারমধ্যে ব্যতিক্রম থাকছে মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা এবং সোনার দোকান বা জুয়েলারি দোকান বেলা ১১টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া মাছ, মাংস, সবজি পাইকারি ব্যবসা ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এবং খুচরা ব্যবসা সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত খোলা রাখা যাবে। সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ‘নো মাস্ক নো সেল’ বোর্ড ঝোলাতে হবে। প্রতি শনি ও রবিবার সম্পূর্ণ মার্কেট বা সমস্ত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে পুলিশ প্রশাসন কড়া নজরদারি রাখবে। কেউ নিয়মের লঙ্ঘন করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই বিধি বলবৎ থাকছে ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর সরকার যে ধরনের নির্দেশ দেবে সেই মতো বাজার খোলা-বন্ধের নিয়ন্ত্রণের বিষয়ে ভাবা হবে বলে জানান পৌর প্রশাসক স্বপন বিষয়ী। একই মত পোষণ করেন ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা।