কালিয়াচকের “ছাত্র সৈনিক” সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ মুবারক উপলক্ষে বস্ত্র বিতরণ

নাজমুস সাহাদাত , কালিয়াচক :   রবিবার কালিয়াচকের অরাজনৈতিক একটি  “ছাত্র সৈনিক” সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ মুবারক উপলক্ষে এলাকার গরিব দুঃস্থ মানুষদের কে প্রায় ১৫০ পরিবারকে বস্ত্র বিতরণ করলেন সংস্থার সদস্যরা ।  জানা যায় ,  এই সংস্থার উদ্যোক্তা যারা রয়েছেন তারা সকলেই স্কুল পড়ুয়া অথবা কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ।  তারা দীর্ঘদিন ধরে “ছাত্র সৈনিক” নামে কালিয়াচকের ছাত্র ও যুব সমাজ মিলিতভাবে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে চলেছেন। তাদের লক্ষ্য এলাকায় যারা দিন আনা দিন খায় মানুষ রয়েছেন অথবা পথের ধারে রাত কাটায় সেই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ।  এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে থাকেন ।  এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশিষ্ট শিক্ষাবিদ তানিয়া রহমত , আইনজীবী সাজাহান খান , অধ্যাপক নাসিম হক প্রমুখ ।

    তানিয়া রহমত তার বক্তব্যে জানান , মুসলিমদের সবচেয়ে বড়ো উৎসব হচ্ছে ঈদ ।   এই উৎসবে আমরা প্রত্যেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই আনন্দে মেতে উঠি ।  এই ঈদের আনন্দে সকলকে শরিক করে তোলার জন্য মানুষের সাথে ও পাশে থাকা অত্যন্ত প্রয়োজন ।  তাই ছাত্র সৈনিক সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষদের কে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন পোশাক দেওয়া হলো ।  সবাইকে জানাই ইদ মুবারক এর শুভেচ্ছা ।

    সংস্থার সম্পাদক হায়দার আলি জানান ,  আমরা বেশ কয়েক বছর ধরে ছাত্র সৈনিক সংগঠন করে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজকর্ম করে চলেছি ।   আমরা আজ সংস্থার পক্ষ থেকে কিছু সংখ্যক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দুঃস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষদের কে  ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম ।   আগামী দিনেও আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে ।