|
---|
নিজস্ব সংবাদদাতা : রবিবার দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ১২বছরের এক কিশোর। গুরুতরভাবে জখম তার বাবা মা বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা ধীন।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২ টা নাগাদ বাঁকুড়া দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কের বড়জোড়া থানার হাটআশুড়িয়া মোড়ের কাছে । পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় কৃষ্ণনগর গ্রামের অমৃত গৌড় তার স্ত্রী শ্রীপর্ণা ও ছেলে অর্পণকে বাইকে করে হাট আশুড়িয়া এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। দুর্গাপুর দিক থেকে একটি লরি তাদের বাইকটিকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ৩ জনই বাইক ছিটকে পড়ে গুরুতর জখম হন।তাদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা অর্পণ কে মৃত বলে ঘোষণা করেন।স্বামী ও স্ত্রী দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। মৃত অর্পণের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করা হলেও চালক ও খালাসী পলাতক। এই ঘটনায় কৃষ্ণনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।