|
---|
নিজস্ব সংবাদদাতা : বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত CBI হেফাজতে নিহত লালন শেখের বাড়িতে পাওয়া গেল বোমা। মঙ্গলবার বোমাগুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। সিআইডির বম্ব স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার ক’রে, নিষ্ক্রিয় ‘করে।বীরভূমের বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত ছিলেন লালন। গ্রেফতারির পর রামপুরহাটে সিবিআই হেফাজতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। শৌচাগার থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। সেই লালনের বাড়ির উঠোন থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা।
লালনের স্ত্রী জানিয়েছেন, আমরা তো ওই ঘটনার পর থেকে ওই বাড়িতে আর থাকি না। বাড়ি সিবিআই সিল করে দিয়েছিল। আদালতের নির্দেশে তারা সিল খুলতে বাধ্য হয়। তার পর বাড়িতে ঢুকে দেখি সব লুঠ হয়ে গিয়েছে। সেই দিন থেকে ফের বাড়ি তালাবন্ধই ছিল। মঙ্গলবার জমি মাপার জন্য আমাদের যেতে বলেছিল। গিয়ে দেখি বাড়ির পাশের জমিতে প্লাস্টিকের ড্রামে করে মাটিতে বোমা পোঁতা রয়েছে। আমরা ওখানে থাকি না। তাই কে বা কারা বোমা রেখেছে তা জানা সম্ভব নয়। পুলিশ ব্যাপারটা দেখুক।
এই ঘটনায় বগটুই গ্রামে পুলিশি নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। গত বছর ২১ মার্চ ওই ঘটনার পর থেকে গ্রামে বসেছে পুলিশ পিকেট। বসেছে অনেকগুলি সিসিটিভি ক্যামেরা। তার পরেও কে বা কারা লালন শেখের উঠোনে বোমা পুঁতে রেখে গেল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বম্ব স্কোয়াড। বোমা গুলি উদ্ধার করে পাশের মাঠে নিষ্ক্রিয় করে তারা।