|
---|
নিজস্ব সংবাদদাতা : নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএসএফ আধিকারিকের বিরুদ্ধে! গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের চকগোপাল সীমান্ত চৌকিতে। কেন এমন ঘটনা, তা জানতে এই ঘটনার তদন্ত করছে সীমা সুরক্ষা বল (BSF)। পুলিশ ও তদন্ত শুরু করেছে। মৃত ওই বিএসএফ আধিকারিকের নাম ওমপ্রকাশ মিনা (৪৮) বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি রাজস্থানে। তিনি বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়নের সাব-ইনস্পেকটর পদে নিযুক্ত। চকগোপাল বিওপিতে কর্তব্যরত ছিলেন তিনি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, নিজের কাছে থাকা সার্ভিস রিভলভার থেকেই এদিন নিজের বুকে পরপর চার রাউন্ড গুলি চালান ওই আধিকারিক গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যান সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। প্রাথমিক তদন্তে অনুমান, গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বিএসএফ আধিকারিক। রবিবার ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্ত চলছে। এর আগে দার্জিলিংয়ে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন রাজ্য পুলিশের কনস্টেবল অমিত বিশ্বকর্মা। আচমকা তিনি কেন এমন করলেন তা নিয়ে ধন্দে বাড়ির লোকজন। সোমবার দুপুরে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ির বাড়িতে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে জলপাইগুড়ি শহরের ভানুনগর এলাকায়।