ঋণের টাকা জোগাড় করতে গয়না ছিনতাইয়ের পর প্রতিবেশীর ২ বছরের শিশুকে খুন করে গঙ্গায় ফেলে দিল সামসেরগঞ্জের এক মহিলা

নিজস্ব সংবাদদাতা : ঋণের টাকা জোগাড় করতে গয়না ছিনতাইয়ের পর প্রতিবেশীর ২ বছরের শিশুকে খুন করে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পুরনো শিকদারপুর গ্রামের। নায়েমা খাতুন নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর হেফাজত থেকে ২টি সোনার কানের দুল ও ১টি রুপোর হার উদ্ধার হয়েছে। শিশুটির দেহের সন্ধানে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স।নিহত শিশুর পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে খেলছিল শিশুটি। তখন প্রতিবেশী নায়েমা খাতুন তাকে কোলে তুলে আদর করতে থাকে। এর কিছুক্ষণ পর জানা যায় শিশুটি নিখোঁজ। তাঁর সঙ্গেই যেহেতু শিশুটিকে শেষবার দেখা গিয়েছিল তাই তাঁকে চেপে ধরেন শিশুটির আত্মীয়রা। স্থানীয়দের চাপের মুখে শিশুটিকে খুনের কথা স্বীকার করে নায়েমা খাতুন জানায়, ধারের টাকা শোধ করতে শিশুটির কানের দুল ও গলার হার ছিনতাই করে তাকে খুন করে গঙ্গায় ফেলে দিয়েছে সে।

     

    খবর যায় সামসেরগঞ্জ থানায়। পুলিশকর্মীরা এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় শিশুর কানের দুল ও গলার হার। শনিবার সকাল থেকে শিশুটির খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করেছে সিভিল ডিফেন্স।