ছুটি কাটাতে বাড়ি ফেরার পথে জওয়ানকে অপহরণ করে খুন

নিজস্ব সংবাদদাতা : ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন।আর তাতেই ঘটল বিপত্তি।প্রাণ গেল জওয়ানের। ঘটনাটি ঘটেছে মণিপুরে। গত কয়েক মাস ধরে লাগাতার সে রাজ্য অশান্ত হয়েছে।জ্বলেছে ঘর বাড়ি, প্রাণ গিয়েছে বহু মানুষের। দিন কয়েক আগেই মণিপুর পুলিশ তথ্য প্রকাশ্যে এসে জানিয়েছিল এখনোও নিখোঁজ বেশ কয়েকজন। হাসপাতালে পড়ে রয়েছে ৯৬টি দাবিহীন দেহ।এসবের মাঝেই ফের অশান্ত হল রাজ্য।

     

    জানা গিয়েছে ওই জওয়ানের নাম থাংথাং কম। ৪১ বছরের থাংথাং-এর পরিবারে রয়েছে স্ত্রী পুত্র এবং কন্যা।অভিযোগ শনিবার সকাল ১০টা নাগাদ তাঁর ১০ বছরের ছেলের সামনেই তাঁকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। রবিবার উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ সূত্রের খবর, সেনা জওয়ানের মাথায় গুলি করা হয়েছিল। সেনাকর্মীর ভাই দেহ শনাক্ত করেছে। থাংথাং এর মৃত্যুতে তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় সেনা।