|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের ও বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে শুরু হলো তিন দিনের “বাংলা মোদের গর্ব” শীর্ষক মেলা, প্রদর্শনী,এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলিত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান মঞ্চে সবাইকে স্বাগত জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল।স্বাগত বক্তব্য রাখেন রাজ্যে যুগ্ম তথ্য ও সংস্কৃতি অধিকর্তা কৌশিক নন্দী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলি কাদেরী, পুলিস সুপার ধৃতিমান সরকার,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর সাড়েঙ্গী,অতিরিক্ত জেলা শাসক মৌমিতা সাহা,কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র, নির্মল ঘোষ,আবু কালাম বক্স, শান্তি টুডু, চন্দন সাহা,আশিস হুতাইত,জেলা পরিষদ সদস্য মহম্মদ রফিক, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। ছিলেন মেদিনীপুর পুরসভার কয়েকজন কাউন্সিলর।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক খুরশিদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, সভাধিপতি প্রতিভা মাইতি, কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র রাজ্যের বৈচিত্র্যময় ও গৌরবময় সংস্কৃতির উল্লেখের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এদিন “কারার ঐ লৌহ কপাট” শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা শাসক খুরশিদ আলি কাদেরী। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন লোকবাদ্য ও লোকনৃত্যের পোশাক সহযোগে লোকশিল্পীরা আগমন পথে অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে নৃত্য শিল্পী শেষাদ্রী মিশ্রর তত্ত্বাবধানে ও লোকশিল্পী সমন্বয়ে মনোজ্ঞ উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শেষাদ্রী ডান্স একাডেমী শিক্ষার্থীরা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভদীপ বসু ও মৈথিলী ঘোষ। এদিনের অনুষ্ঠানে জেলার শিল্পীরা সঙ্গী, নৃত্য, আবৃত্তি ও লোকনৃত্যের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত শিল্পী মনোময় ভট্টাচার্য ও দোলা গাঙ্গুলী। এদিনের অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন আলোক বরণ মাইতি,সুলগ্না চক্রবর্তী, সমবেত নৃত্য পরিবেশন করেন শেষাদ্রী ডান্স একাডেমী, নটরাজ ডান্স সার্কেল,নৃত্যাঙ্গন, নৃত্যভারতী,সোল বীটস্ ডান্স একাডেমীর শিল্পীরা,সমবেত আবৃত্তি পরিবেশন করেন ‘শ্রুতি ছন্দ’ ও ‘স্বর ধ্বনি’র শিল্পীরা, ছৌ নৃত্য পরিবেশন করেন সরবেড়িয়া গরামদেবী ছৌ নৃত্যদল,সাংস্কৃতিক উপস্থাপনা করেন লেখক শিল্পী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীসহ অন্যান্য তিনদিনের এই অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা ও তত্ত্বাবধান করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল।